এক ঘন্টার জন্য হঠাৎ একা হয়ে গেলাম বিকেল বেলা ৷ তখন হাওয়া এসে ডেকে নিল বারান্দায় ৷ অযত্ন বাগানে সপুষ্পক টবটি হেসে বললো, তুমি নও শুধু আজ আমিও একা ৷ দুজনে মিলে কি একা হয় কখনো? হেসে জবাব দিলাম ৷
তবে আসো একখানা ছবি তোলো এই সন্ধ্যামালতীর ৷ আমি আরো কদিন থাকবো, কিন্তু এই ফুলের আয়ু আর কয়েক ঘন্টা মাত্র ৷
ছবি তুলে ভাবলাম সব আনন্দ সময়ই বুঝি এক একটি ফুলের আয়ুর সমান ৷ ফুলটি ছবিতে ঠাঁই নিলো দীর্ঘ সময় রঙ ছড়াবে বলে ৷ আর আমাদের আনন্দ সময় ঠাঁই করে নেয় স্মৃতি প্রকোষ্ঠে ৷ জীবনের বাইরে গিয়ে আলাদা পায়ে দাঁড়ালে আমরা সেই সুখের অতলে ডুব দিতে পারি ৷
No comments:
Post a Comment