Monday, October 22, 2012

মধ্যবিত্ত সংকট ভাবনা

প্রায় সারাটা জীবন মানুষকে নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। শৈশবের কিছু মধুর দিনকে বাদ দিলে মানুষের জীবনে সংকটের সময়ই যেন বেশী। আমি যে মানুষের কথা বলছি সেটা কেবলই বাংলাদেশের। যে অংশটিকে আমি চিনি কেবল সেই মধ্যবিত্ত অংশ। আমি উচ্চবিত্তের কথা জানি না,তাদের সাথে আমার কখনো দেখা হয়নি, আমি চরম দারিদ্রের কথা জানি না, আমি তাদের দেখেও না দেখার ভাণ করি। আমি কেবল মধ্যবিত্ত আর নিন্মমধ্যবিত্ত শ্রেনীকে দেখেছি, বুঝেছি। তাদের কথাই লিখতে সাহস করি।

মধ্যবিত্ত শ্রেণীর সংকটগুলো প্রায় একই। এরা একটা চক্রের মধ্যে আবদ্ধ থেকে যায় সারাজীবন। সেই একই ফর্ম, একই ফরমূলা। জীবনটা যেন একটা আগাম তৈরী করে রাখা টেমপ্লেট। নির্ধারিত ছকের বাইরে কেউ যেতে চায় না, কিংবা পারে না। কেউ কেউ, যারা এই আবর্ত ভেঙ্গে বেরিয়ে যেতে পারে, তারা জীবনের ভিন্নতার স্বাদ নিতে পারে। আমি নিজে কখনো কখনো ভেবেছি এই চক্র ভেঙ্গে বেরিয়ে পড়বো। পৃথিবী আমারে চায়.... রেখো না বেঁধে আমায়......।

না কেউ বেঁধে রাখেনি, ছাত্রজীবন শেষ হতে না হতেই নিজের শেকলে নিজেই আটকে পড়েছি। আর বেরুনো হয়নি চক্র ভেঙ্গে। জীবনের গতানুগতিক টেমপ্লেট ধরেই চলতে শুরু করেছি। একসময় আবিষ্কার করলাম আমি শেকল ছেড়ার স্বপ্ন ভুলে গিয়েছি। আমার আর কোন স্বপ্ন নেই। আমি সেই পুরোনো পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। যে পথে আমার পূর্বপুরুষ গিয়েছে। এই পথে তারা জীবনের নানান সময়ে সংকটে পড়েছে। মধ্যবিত্ত সংকটের মধ্যে দুটো প্রধান সংকট পারিবারিক এবং আর্থিক। পারিবারিক সংকট হলো বন্ধনের টানাপোড়েন আর ভারসাম্যের ত্রিকোনোমিতি। আর্থিক সংকট হলো যৌবনে উদ্দাম সুদিন কাটিয়ে পড়ন্ত বয়সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ। এই দুই সংকটের বাইরে আমি কোন মানুষকে যেতে দেখিনি।

আমি এখনো কোন সংকটের মুখোমুখি হইনি। কিন্তু আমি যে টেমপ্লেটের আওতায় আছি সেখান এই সংকটের আগমন অনিবার্য। আজ হোক কিংবা দশ বছর পর হোক। বেঁচে থাকলে সেই সংকটের মুখোমুখি হতেই হবে। তবু দুঃসাহস নিয়ে ভাবি, আগামী প্রজন্মকে এই সংকট থেকে মুক্ত করার জন্য কি করা উচিত? সেরকম কোন ক্ষমতা আমাকে দেয়া হয়েছে? এই সংকট থেকে বেরুতে হলে দেশ ছাড়তে হবে। দেশ বদল করতে হবে। কিন্তু দেশ বদল করার মতো মানসিক শক্তি এখনো গড়ে ওঠেনি আমার। সতীর্থদের কেউ কেউ বদল করেছে। তাদের দিগন্তরেখা পাল্টে গেছে। তারা কি এখন সুখী? এতদূর থেকে এত কঠিন প্রশ্ন করার কোন মানে হয় না। উত্তর কক্ষচ্যুত হতে পারে। আজকাল মধ্যবিত্ত জীবনের সংকটগুলো খুব বেশী ভাবাচ্ছে।


No comments: