১.
প্রতিটা মানুষ একেকটা বয়সে গিয়ে আলাদা মানুষে রূপান্তরিত হয়। ৫ বছর বয়সে যে শিশুটা নিষ্পাপ বাচ্চা ছিল, ২৫ বছর বয়সে গিয়ে সে ভয়ংকর দানবে পরিণত হতে পারে। আবার ৬০ বছর বয়সে পৌঁছে সফেদ শুভ্র দাড়ি নিয়ে নিপাট হাজিসাব হয়ে যেতে পারে। মানুষের চরিত্র এত দ্রুত পরিবর্তনশীল যে নিজের কাছে নিজেই হয়ে পড়ে অচেনা। মানুষ বিচার করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটি।
২.
ভোগের অংশটারই মালিক তুমি। বাকীটা মায়া কিংবা ছায়া।
No comments:
Post a Comment