আনা কারেনিনা পড়ছিলাম কদিন ধরে। পড়তে গিয়ে কিছু জায়গায় রবীন্দ্রনাথের ঘ্রাণ পাচ্ছিলাম। আমার জানা ছিল না রবীন্দ্রনাথ টলস্টয়কে নিয়ে কী ভাবতেন কিংবা তাঁর বই পড়েছিলেন কিনা। হঠাৎ করে আজ ছিন্নপত্রাবলীর একটা চিঠিতে এই অংশটা চোখে পড়ে গেল। লিখেছেন ১২ জুন ১৮৮৯ তারিখে। লিখেছেন - "Anna Karenina পড়তে গেলুম, এমনি বিশ্রী লাগল যে পড়তে পারলুম না- এরকম সব sickly বই পড়ে কী সুখ বুঝতে পারি নে"
জানি না রবীন্দ্রনাথের ২৮ বছর বয়সের এই ধারণা পরবর্তীকালে বদল ঘটেছিল কিনা। হয়তো পরে তিনি আবারো পড়েছিলেন টলস্টয়। কারণ কোন কোন ক্ষেত্রে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের উপন্যাসের ভাষা এবং উপস্থাপনা কিছু জায়গায় টলস্টয় প্রভাবিত। শেষের কবিতার কথা বিশেষভাবে বললাম।
[ছিন্নপত্রাবলী: পত্র নং ৩]
No comments:
Post a Comment