Tuesday, January 16, 2024
পৃথিবীর প্রাচীনতম ফুল
বাংলাদেশের পথেঘাটে আমরা হরদম এরকম আগাছা ফুল দেখে অভ্যস্ত। কিন্তু ইনি সেরকম কেউ নন। টাইম মেশিনে চড়ে ইনি মাত্র ৩২,০০০ বছর আগের সময় থেকে একুশ শতকে এসে উপস্থিত হয়েছেন। তাঁর নামকরণ করা হয়েছে Silene stenophylla.
রবিঠাকুর থাকলে হয়তো কাব্যিক নামকরণ করতেন- 'তুষারকন্যা সাইলিনা'। সাইবেরিয়ার গহীন বরফাচ্ছাদিত অঞ্চলে একটা মৃত খরগোশের পেটের মধ্যে বত্রিশ হাজার বছর ঢাকা পড়েছিল এই ফুলের বীজ। সেখান থেকে একুশ শতকের বিজ্ঞানীরা পুনরুজ্জীবিত করে ফুল ফোটাতে পেরেছেন। রাশিয়ান একাডেমি অব সায়েন্স এই কৃতিত্বের দাবীদার। বিশেষ অভিবাদন জানাতে হয় David Gilichinskyকে, যাঁর নেতৃত্বে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছিল।
রহস্যময় প্রকৃতি কোন খেয়ালে এই বীজকে এত হাজার বছর জীবিত রেখেছে তা আমাদের অজানা। কিন্তু এই মুহূর্তে সাইলিন স্টেনোফিলা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুল, প্রাচীনতম উদ্ভিদ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment