Sunday, August 5, 2018

নির্বোধ রাষ্ট্রযন্ত্র

উদ্বাস্তু জীবন খুব মর্মান্তিক। পৃথিবীতে কোটি কোটি চরম দুর্ভাগা মানুষ উদ্বাস্তু জীবনযাপন করে যাচ্ছে বছরের পর বছর ধরে। তবু আমার মাঝে মাঝে রাষ্ট্রহীন মানুষ হয়ে যেতে ইচ্ছে করে। অথবা এমন কোন দেশের সাথে  নাগরিকত্ব বদল করে ফেলতে যেখানে অসভ্যের রাজত্ব চলে না। অসভ্যতা এবং ইতরামি যে দেশের প্রধান সংস্কৃতি হয়ে ওঠে সে দেশে বাস করার কী অর্থ আছে? দেশ বদলের উপায় বা সামর্থ্য থাকলে অনেক মানুষ দেশত্যাগ করে চলে যেতো অন্য কোথাও।


প্রতিদিন চোখ খুলে যেসব ঘটনার মুখোমুখি হতে হয়, যে কোন সুস্থ মানুষ বিকারগ্রস্থ হয়ে পড়তে পারে। দেশপ্রেম তখন একটা অবান্তর ধারণা হয়ে দাঁড়ায়। নিজের দেশকে ভালোবাসতে যখন বেগ পেতে হয় তখন সেই দেশটি কতটা দুর্দশাগ্রস্থ তা পরিমাপ করার জন্য কোন স্কেলের প্রয়োজন হয় না। যে দেশের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, খাদ্য, পরিবহন, আইন-আদালত সবকিছুই যখন চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্যের অন্ধকারে গুহায় মাথা কুটছে, সেই দেশের পরিচালকগণ তা নিয়ে দুঃখিত হবার বদলে নির্লজ্জ সন্তুষ্ট চেহারা দেখায় টেলিভিশনের পর্দা জুড়ে, তখন অন্য কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে। অথবা ভাবতে ইচ্ছে করে এটা আমার দেশ নয়, আমি অন্য কোন গ্রহ থেকে এখানে বেড়াতে এসেছি মাত্র।


রাষ্ট্রযন্ত্রের স্তরে স্তরে এত নির্বোধ মানুষদের সদর্প বিচরণ বুকে নিয়ে একটা দেশ কোন পথে যাবে?

No comments: