Thursday, July 13, 2017

বেনেফিট অব ডাউট

চোর ডাকাতেরা জানতো না ফাঁকা মাঠের মাঝে এই বাড়িটার দরোজাগুলো কতো নাজুক। ভেতর থেকে কোনমতে বন্ধ করা গেলেও বাইরে তালা দেবার কোন উপায় নাই। এ বাড়ির কেউ কখনো একসাথে কোথাও যায় না। কেউ না কেউ থাকেই।

কিন্তু সেবার হঠাৎ এমন এক দুর্যোগ অতর্কিতে হানা দিলো সবাইকে পালাতে হলো ঘর ছেড়ে। এক রাতের অবিরাম ভারী বর্ষণে সমস্ত শহর যখন ডুবে গেল, তখন এই বাড়িটাও খুব দ্রুত এক বুক পানির নিচে ডুবে যাচ্ছিল দেখে সাত সকালে বাড়ির বাসিন্দারা কোনমতে এক কাপড়ে বেরিয়ে কয়েকশো গজ দূরে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিলো। পেছনে দরোজা-খোলা বাড়িতে রয়ে গেল যাবতীয় আসবাবপত্র, টিভি-ফ্রিজ-কম্পিউটার, মধ্যবিত্ত পরিবারের অমূল্য সম্পদ।

ছেড়ে আসা বাড়িটা ছিল আমাদের। সন্ধ্যে হয়ে আসছিল। অবিরাম বর্ষণ তখনো চলছিল। জল নামার কোন লক্ষণ নেই। থই থই করছে চারপাশ। প্রতিবেশীর দোতলা বাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম বন্যা কবলিত গাছপালা ঘেরা নিঃসঙ্গ বাড়িটার দিকে। গত বিশ বছরে এই প্রথম বাড়িটা একা হলো। বাড়ির ভেতরে একটা জিনিসও অক্ষত থাকবে না। বইগুলোর জন্য বেশী মায়া লাগলো। টিভি আর ফ্রিজটা কোনমতে টেবিলের উঁচুতে তুলে রাখা হয়েছে। সার্টিফিকেটের ব্রিফকেসটা আলমারীর উপরে। 

আলমারী? আলমারীর কথায় মনে পড়ে গেল ওখানে কত কি দামী সব জিনিস রয়ে গেছে। আছে অতিমূল্যবান গয়নার বাক্সগুলো। একদম নীচের তাকে আছে, ভিজে নিশ্চয়ই সুপসুপে হয়ে গেছে। এত বেশী পানি, তালা খুলতে ডুব দিতে হবে। কুচকুচে নর্দমার জলে ডুব দেয়া সম্ভব না। চাইলেও তাই বের করা যাবে না। কিন্তু চোরের কাছে ওসব ঝড় জল কিছুই না। এ কথাটা মনে হতেই বন্যার চেয়ে বড় বিপদের আশংকাটা জাগলো। চোরেরা শাবল দিয়ে আলমারী খোলে। চাবি লাগে না। নিশ্চয়ই চোর আসবে রাতে। ইলেক্ট্রিসিটি নেই কোথাও। খানিক পরেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে। এতদিন যেসব চোর চুরি করার সুযোগ না পেয়ে মনে মনে ক্ষুব্ধ ছিল তারা মনের সাধ মিটিয়ে ঘর খালি করে দেবে। যেসব জিনিস অক্ষত আছে এখনো, সেসব চোরের হাতেই নিকেশ হবে।

ফিরে গিয়ে বাড়ি পাহারা দেবো? অন্ধকারে এক বুক পানির ভেতরে দাঁড়িয়ে কী পাহারা দেবো? মালের চেয়ে জানের মায়া বেশী। থাক, জিনিস গেলে যাক। প্রাণ থাকলে কত কিছু কেনা যাবে।

তখনই আবার মনে পড়ে গেলো তাদের দুজনের কথা। আমার সাহস না থাকলেও তাদের উপস্থিতি চোরকে ঠেকিয়ে দিতে পারে না? ভেবে দেখলাম, নিশ্চয়ই পারে। অন্ততঃ একটা সম্ভাবনা আছে।

অন্ধকারে জল ঠেলে তাদেরকে পাহারায় নিয়োজিত করার জন্য ফিরে গেলাম থই থই জলে ডুবন্ত বাড়িটাতে। গেট খুলে ভেতরে ঢুকলাম। দরোজাটা হা করে খোলা। টর্চের আলোয় দেখলাম ঘরের সমস্ত জিনিস ভাসছে। ঘটি বাটি সোফা চেয়ার ওয়ার্ড্রোব জামা কাপড় সব। দেখেও দেখিনি ভাণ করে মনোকষ্ট চেপে ভেতরে ঢুকে একজনকে আলগোছে আলমারীর উপর বসিয়ে দিলাম। অন্যজনকে জলে চুবিয়ে বাইরের বারান্দার দড়িতে ঝুলিয়ে দিলাম। তারপর দরোজা ভেজিয়ে দিয়ে আস্তে আস্তে ফিরে এলাম প্রতিবেশীর বাড়িতে। তখনো জানি না কতটা কাজ হবে এই কৌশলে।

পরদিন সকালে জল খানিকটা নেমেছে। ভয়ে ভয়ে আমি জল ডিঙ্গিয়ে বাড়িতে ঢুকে দেখলাম জিনিসপত্র কিছুই খোয়া যায়নি। চোর ডাকাত কেউ আসেনি। বারান্দার দড়িতে ঝোলানো লুঙ্গিটা তখনো শুকোয়নি। ঘরের ভেতর হ্যারিকেনটা তখনো জ্বলছে মিটমিট করে। লুঙ্গি আর হারিকেনের যৌথ পাহারায় টিকে গেছিল অক্ষত মূল্যবান সম্পদগুলো।


Sunday, July 9, 2017

Blockade : মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় অবরুদ্ধ হয়েছিল পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ

আমরা জানি ১৯৭১ সালের মার্চে পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ থেকে অস্ত্র নামাতে অস্বীকার করেছিল চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা, কিন্তু আমাদের জানা ছিল না ১৯৭১ সালে আমেরিকার একটি বন্দরেও পাকিস্তানী জাহাজে অস্ত্র তুলতে অস্বীকার করেছিল সেখানকার শ্রমিকেরা।

আমরা দেখেছি ১৯৭১ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শরনার্থীদের কেউ কেউ সুয়ারেজ পাইপের ভেতরে জীবনধারণ করেছে। কিন্তু জানা ছিল না ১৯৭১ সালে তাদের প্রতি সংহতি জানিয়ে খোদ হোয়াইট হাউসের সামনের ফুটপাতে কৃত্রিম সুয়ারেজ পাইপ বানিয়ে তার ভেতরে বাস করতে শুরু করেছিল বাংলাদেশের বেশ কিছু মার্কিন শুভাকাংখী।

পৃথিবীর নানান দেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতি এরকম অনেক সংহতির চিহ্ন ইতিহাসে আঁকা আছে। সেইসব সংহতির একটি খণ্ডচিত্রকে নিয়ে আরিফ ইউসুফ নির্মিত তথ্যচিত্র Blockade। বহুল কাংখিত সেই তথ্যচিত্রটি স্বয়ং পরিচালকের উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় দেখার সুযোগ হলো বিস্তারের সৌজন্যে।

তথ্যচিত্রটি নির্মিত হয়েছে মূলতঃ আমেরিকার বাল্টিমোর বন্দরে ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তানী পতাকাবাহী জাহাজ 'পদ্মা'কে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে অবরোধ করা একদল মার্কিন তরুণদের সাক্ষাতকার নিয়ে। সেই তরুণরা তাদের বাঙালী বন্ধুদের মাধ্যমে জেনেছিল ওই জাহাজে পাকিস্তানের জন্য সামরিক সরঞ্জাম বোঝাই করা হবে- যে অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা হবে। কথাটি প্রচার হবার অনতিবিলম্বে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির একদল দুঃসাহসী কিন্তু মানবিক চেতনার তরুণ সেই জাহাজটিকে প্রতিরোধ করার উদ্যোগ নেয়। সভা করে, লিফলেট ছেপে, ব্যানার টাঙ্গিয়ে প্রচার চালাবার পর বন্দরে পাকিস্তানী জাহাজের জন্য অপেক্ষা করে। পাকিস্তানী জাহাজটি যখন বন্দরে নোঙর করে তখন পুলিশী বাধা অতিক্রম করে তারা জাহাজটিকে অবরোধ করে। শুধু অবরোধে থেমে ছিল না, অবরোধ করতে গিয়ে গ্রেফতার বরণ করেছিল, জেল খেটেছিল মার্কিন তরুণেরা। বাংলাদেশের অসহায় মানুষদের প্রতি সংহতি জানানো এইসব মানুষদের শ্রদ্ধা জানাবার ভাষা আমাদের জানা নেই।

সেই সব গুরুত্বপূর্ণ তথ্যচিত্রকে সমন্বয় করে Blockade তথ্যচিত্রটি নির্মান করে আরিফ ইউসুফ মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একদিকে দেশের মানুষকে দেখার সুযোগ দিয়েছেন একাত্তরে মার্কিন দেশে ঘটে যাওয়া সেইসব দুর্লভ কীর্তি এবং অন্যদিকে স্বীকৃতি দিয়েছেন সেইসব মার্কিন বন্ধুদের যারা দুঃসময়ে আমাদের প্রতি দূর থেকে এমন জোরালো সমর্থন জারি রেখেছিলেন। নিজের খরচে তৈরী করা সেই তথ্যচিত্রটিকে তিনি বিনামূল্যে প্রদর্শন করেছেন ঢাকা চট্টগ্রামসহ আমেরিকার বিভিন্ন শহরেও। আরিফ ইউসুফ ভাইয়ের প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা।



ছবিটার ট্রেলার দেখার সুযোগ আছে অনলাইনে।