Sunday, July 9, 2017

Blockade : মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় অবরুদ্ধ হয়েছিল পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ

আমরা জানি ১৯৭১ সালের মার্চে পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ থেকে অস্ত্র নামাতে অস্বীকার করেছিল চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা, কিন্তু আমাদের জানা ছিল না ১৯৭১ সালে আমেরিকার একটি বন্দরেও পাকিস্তানী জাহাজে অস্ত্র তুলতে অস্বীকার করেছিল সেখানকার শ্রমিকেরা।

আমরা দেখেছি ১৯৭১ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শরনার্থীদের কেউ কেউ সুয়ারেজ পাইপের ভেতরে জীবনধারণ করেছে। কিন্তু জানা ছিল না ১৯৭১ সালে তাদের প্রতি সংহতি জানিয়ে খোদ হোয়াইট হাউসের সামনের ফুটপাতে কৃত্রিম সুয়ারেজ পাইপ বানিয়ে তার ভেতরে বাস করতে শুরু করেছিল বাংলাদেশের বেশ কিছু মার্কিন শুভাকাংখী।

পৃথিবীর নানান দেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতি এরকম অনেক সংহতির চিহ্ন ইতিহাসে আঁকা আছে। সেইসব সংহতির একটি খণ্ডচিত্রকে নিয়ে আরিফ ইউসুফ নির্মিত তথ্যচিত্র Blockade। বহুল কাংখিত সেই তথ্যচিত্রটি স্বয়ং পরিচালকের উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় দেখার সুযোগ হলো বিস্তারের সৌজন্যে।

তথ্যচিত্রটি নির্মিত হয়েছে মূলতঃ আমেরিকার বাল্টিমোর বন্দরে ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তানী পতাকাবাহী জাহাজ 'পদ্মা'কে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে অবরোধ করা একদল মার্কিন তরুণদের সাক্ষাতকার নিয়ে। সেই তরুণরা তাদের বাঙালী বন্ধুদের মাধ্যমে জেনেছিল ওই জাহাজে পাকিস্তানের জন্য সামরিক সরঞ্জাম বোঝাই করা হবে- যে অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা হবে। কথাটি প্রচার হবার অনতিবিলম্বে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির একদল দুঃসাহসী কিন্তু মানবিক চেতনার তরুণ সেই জাহাজটিকে প্রতিরোধ করার উদ্যোগ নেয়। সভা করে, লিফলেট ছেপে, ব্যানার টাঙ্গিয়ে প্রচার চালাবার পর বন্দরে পাকিস্তানী জাহাজের জন্য অপেক্ষা করে। পাকিস্তানী জাহাজটি যখন বন্দরে নোঙর করে তখন পুলিশী বাধা অতিক্রম করে তারা জাহাজটিকে অবরোধ করে। শুধু অবরোধে থেমে ছিল না, অবরোধ করতে গিয়ে গ্রেফতার বরণ করেছিল, জেল খেটেছিল মার্কিন তরুণেরা। বাংলাদেশের অসহায় মানুষদের প্রতি সংহতি জানানো এইসব মানুষদের শ্রদ্ধা জানাবার ভাষা আমাদের জানা নেই।

সেই সব গুরুত্বপূর্ণ তথ্যচিত্রকে সমন্বয় করে Blockade তথ্যচিত্রটি নির্মান করে আরিফ ইউসুফ মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একদিকে দেশের মানুষকে দেখার সুযোগ দিয়েছেন একাত্তরে মার্কিন দেশে ঘটে যাওয়া সেইসব দুর্লভ কীর্তি এবং অন্যদিকে স্বীকৃতি দিয়েছেন সেইসব মার্কিন বন্ধুদের যারা দুঃসময়ে আমাদের প্রতি দূর থেকে এমন জোরালো সমর্থন জারি রেখেছিলেন। নিজের খরচে তৈরী করা সেই তথ্যচিত্রটিকে তিনি বিনামূল্যে প্রদর্শন করেছেন ঢাকা চট্টগ্রামসহ আমেরিকার বিভিন্ন শহরেও। আরিফ ইউসুফ ভাইয়ের প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা।



ছবিটার ট্রেলার দেখার সুযোগ আছে অনলাইনে।


No comments: