Monday, May 2, 2016

স্বচ্ছতার আলোকবিন্দু

স্বচ্ছতা হলো সেই পবিত্র আলো যাকে আমি কখনো অর্জন করিনি, স্পর্শ করিনি, এমনকি গ্রহন করার সাহসও করিনি৷ স্বচ্ছতা হলো সেই শক্তি যাকে কেবল দূর থেকে দেখেও স্নিগ্ধ আনন্দে ভরে ওঠে বুকের খাঁচা৷ স্বচ্ছতার অভাবে মানুষের ফুসফুসে কখনো কখনো অক্সিজেন সংকটও হতে পারে৷ স্বচ্ছতার উপস্থিতি ফিরে পাওয়া জীবনীশক্তির মতো মানুষকে বাঁচিয়ে রাখে৷ আলো সরে যাক তবু স্বচ্ছতার আলোর রেখাটা বহাল থাকুক৷ অন্য জীবনে হলেও৷

No comments: