Tuesday, May 17, 2016

অনির্ধারিত স্টেশন

খুব দেরী হয়ে গেল৷ তবু দেখো বিলম্বিত উপলব্ধিতেও কতোটা আনন্দ লুকোনো থাকতে পারে আগে কেউ জানতাম? এ যেন সবগুলো প্রিয় বই পড়া শেষ না হওয়া কিংবা সবগুলো ভালো সিনেমা দেখা হয়ে  না যাওয়া৷ এই সকল যে জীবনের শেষে এসে সমৃদ্ধ আনন্দের জন্য জরুরী৷ কিছু প্রিয় বিষয় জীবনের শেষ ভাগের জন্য জমা থাকা ঢের ভালো সে আমিই জেনেছি৷ লোকে যাই বলুক, হিসেবের খাতায় যত লোকসানই থাকুক, আনন্দের উপর বয়সের কোন সুলভ খবরদারী কাম্য নয়৷ আমাদের ট্রেন অনির্ধারিত স্টেশনেই যাত্রাবিরতি বলেই এতটা আনন্দের বাড়তি পাওনা হলো ৷ হোক না সেটা অচেনা স্টেশন৷ এক কাপ চা-ও কি মিলবে না কোন টং দোকানে?

No comments: