১. লিখি। লেখালেখি ব্যথানাশক মলমের মতো।
২. সকালবেলায় রিকশা করে যাবার সময় ফুটপাতের গাছতলার টং দোকানের ভিড়টায় চোখ পড়ে প্রায়ই। একদল লোক হল্লা করে কাপ পিরিচের শব্দ তুলে চা খায়, কাপের ভেতর ডালপুরি চুবিয়ে আয়েশ করে চিবোয়। ঘামে ভেজা মুখ মুছে কোমরে প্যাঁচানো গামছা দিয়ে। শ্রমজীবি এই মানুষেরা কেউ পত্রিকা পড়ে না, টিভি দেখে না, ব্লগ ফেসবুকের নামও শোনেনি হয়তো। এরা জানে না পৃথিবীর কোন শহরে কত অশান্তির আগুন জ্বলছে, জানে না ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে কত যুদ্ধ-চাপাতি-বোমাবাজি চলে নানান শহরে। টং দোকানের ভিড় অতিক্রম করতে করতে প্রতিদিন মনে মনে বলি, তোমাদের ভিড়ে একটু জায়গা দিতে পারো? আমি সভ্যতা থেকে পালাতে চাই।
৩. যুদ্ধ যখন পন্য, শান্তি নিশ্চয়ই ফেরারী।
৪. সভ্যতার জনক তুমি, সভ্যতার মৃত্যুদুতও তুমিই। মানুষ।
৫. অসময়ের বৃষ্টি পেকে যাওয়া ফসলেরও ক্ষতি করে।
No comments:
Post a Comment