Saturday, November 14, 2015

টাইগার রোড! এ কোন টাইগার?

পরাজিত পাক জেনারেল নিয়াজী সেনাবাহিনীতে 'টাইগার নিয়াজী' নামে পরিচিত ছিল। তার লেখা 'দ্য বিট্রেয়াল অব ইষ্ট পাকিস্তান' এর অনুবাদ পড়তে গিয়ে এক জায়গায় চোখ আটকে গেল। সে দাবী করছে ঢাকা ক্যান্টমেন্টের একটা রাস্তার নাম 'টাইগার রোড', যেটি তার নামে রাখা হয়েছিল, এবং এখনো(১৯৯৫) বহাল আছে। আমি ঠিক জানি না ঢাকার কথাটা। কিন্তু চটগ্রাম ক্যান্টনমেন্টের একটা রাস্তার নাম 'টাইগার রোড'। এটিও কি 'টাইগার নিয়াজী'র নামে রাখা? যদি তাই হয় এখনো সেই নামটি বহাল থাকাটা ভয়ানক গ্লানি ও অপমানকর।

No comments: