অক্টোবরের শেষদিন আজ। এবার অক্টোবরের শেষ সপ্তাহটা রাজনীতিতে উত্তপ্ত থাকলেও আবহাওয়াতে ঠাণ্ডা ছিল। শীতের আগমনের একটা গন্ধ আছে। এই গন্ধটা কৈশোর থেকে প্রিয় আমার। গ্রামে এসময় সন্ধ্যা নামার আগে আগে বাতাসে একটা ধোঁয়াটে গন্ধ ভর করে। ওই গন্ধে কোন গৃহস্থের মাটির চুলোর শুকনো পাতা পোড়ানোর গন্ধ। ভীষণ আপন লাগে গন্ধটাকে। অনেক বাড়িতে এই সময়েই রাতের রান্নাবান্না হয়ে যায়। মাটির হাড়িতে লাল ঝোলের তরকারীর মিষ্টি গন্ধটা অদ্ভুত লাগে। সেই গ্রাম এখন নেই। তবু গ্রাম বললে ওই দৃশ্যটা ভেসে ওঠে।
গতকাল আর আজ হরতাল নেই। দুই দলের সমঝোতার লক্ষণও নেই। আরো সংঘাত সহিংসতার বাজেট রয়ে গেছে দুই পক্ষেই। ক্রসফায়ারে জনগণ।
No comments:
Post a Comment