১.
এদেশের ভবিষ্যত নিয়ে অনেকেই চিন্তিত। ভবিষ্যত নিয়ে আশাবাদী হবার মানুষ কম। যে কয়েকজন আশাবাদী মানুষ আছে তারা কতোটা অন্তর দিয়ে বিশ্বাস করেন, বলা মুশকিল। এখানে কেউ নিরংকুশ ভালো নেই। কেউ আর্থিক, কেউ মানসিক, কেউ শারিরীক, কেউ পারিবারিক, কেউ বৈষয়িক, কেউ সামাজিক, কেউ নৈতিক সমস্যায় আক্রান্ত। 'আমি ভালো আছি' - এই কথাটা জোর দিয়ে বলার মতো মানুষের সংখ্যা হাতের আঙুলেই গোনা যাবে হয়তো। আমি অন্ততঃ সেরকম মানুষের দেখা পাইনি আজো। আশেপাশে সমস্যাক্রান্ত ঘনিষ্ঠ মানুষের মধ্যে থেকেও কেউ যদি বলে 'আমি ভালো আছি', তাহলে সে চরম স্বার্থপর মানুষ। আর এতটা স্বার্থপর ভালো থাকাকে মেনে নেয়া যায় না। তাই 'আমি ভালো আছি' কথাটা কেবল মুহুর্তের উচ্চারণ এবং ওই ভালো থাকা অল্প কিছু সময়ের আপেক্ষিক মাত্রা।
২.
আমার কাছে ভালো থাকা মানে হচ্ছে প্রিয় সবগুলো মানুষকে নিয়ে ভালো থাকা। আমার কাছে নিরংকুশ সুখ হলো প্রিয় সবগুলো মুখের হাসি। অবাস্তব সেই স্বপ্নে আমি ভাসি, সবগুলো প্রিয়মুখ একসাথে হেসে উঠবে, একই সুর বাজবে সবার বুকে, একই সুখ পৃথিবীর প্রান্তে প্রান্তে। সেই স্বপ্নটা অবাস্তব বলে ভালো আছি বলতে আমি দ্বিধান্বিত হই। তবু তুমি যখন জিজ্ঞেস করবে আমি বলবো ভালো আছি। যেমন তুমি বলো তোমার সম্পর্কে। আসলে তুমি ভালো নেই আমার জানা আছে। তোমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলোই জানি। আমি তোমার সাথে কোথাও হেঁটে যাইনি বহুদিন, তবু আমি জানি তুমি যে পথে হাঁটতে চেয়েছিলে সে পথে হাঁটতে পারোনি। সময়ের অবিচার ভুগিয়েছে তোমাকে, ভুগিয়েছে আমাকে। আমাদের মাঝে অমোচনীয় দূরত্ব রচনা করে রেখেছে সময়। তবু এক বিকেলের রোদ আমি জমা করে রেখেছিলাম তোমাকে দেখার জন্য, সময়ের আগে তুমিই পর্দাটা টেনে দিলে।
৩.
তুমি কে? তুমি কেউনা। তোমার নাম নেই। পরিচয় নেই, অস্তিত্ব নেই, হতে পারে তুমি দূর নীহারিকার কোন প্লাজমা কণায় তৈরী নক্ষত্র। তোমার সাথে আমার কোনদিন দেখা হয়নি। স্বপ্নের একটা ক্ষণস্থায়ী ফিউশনে তোমাকে পেয়েছিলাম। সেই থেকে নিরন্তর ভাবনা কাজ করে তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে একটা বিশেষ সম্পর্ক তৈরী হবার অবকাশ ছিল। তেমন হলে অবাক হতে তুমি? মানুষের সাথে কী যোগাযোগ তোমার?
It may be you will never come
If you never come to me
Whats the use of my wonderful dreams
And why would they need me
Where would they lead me without you
To nowhere
Whats the use of my wonderful dreams
And why would they need me
Where would they lead me without you
To nowhere
আসলে তুমি কখনোই আসো না। আমিও কখনোই যাবো না।
আমাদের কখনো দেখা হবে না এই সব হিবিজিবি দিনগুলোতে।
বাতাসে এখন ফাগুনের গন্ধ, ঝরাপাতার আর্তনাদ।
No comments:
Post a Comment