১.
মৃত সমাধির উপর দাঁড়িয়ে
মদির কামনায় জেগেছে এক প্রাচীন শরীর
ক্ষয়ে যাওয়া অস্ফূট শব্দাবলী পাখনা মেলেছে দূর দিগন্তের মোহে।
২.
কোন কোন প্রেম শরীরবিহীন,
কোন কোন প্রেম শরীর সর্বস্ব
আবার কোন কোন শরীর প্রগাঢ় প্রেমহীন
প্রেমময় শরীরের চেয়ে সৌকর্যময় বস্তু জগতে আছে কি?
৩.
অবশেষে জানি
দেহ নয়, প্রেম নয়, মোহ নয়
অনাদি কালের এক বিস্ময়কর অনুভুতি কোথাও জেগে রয়
স্মৃতিভস্মের আড়ালে।
No comments:
Post a Comment