Monday, February 16, 2009

কম বলুন, বেশী শুনুন, করুন সাধ্যমত

সদাশয় সরকারের মাননীয় উজির নাজির পারিষদ,

ক্ষমতায় আসীন হবার পর হইতে প্রতিদিন মিডিয়াতে, সভা-সমিতি-সাক্ষাৎকারে, আপনাদের বক্তৃতা বিবৃতি বাণীর প্রাচুর্য দেখা যাইতেছে। জনগন প্রথম প্রথম নতুন মুখ হিসেবে আপনাদের সুবচনগুলো শুনিতে কিছুটা আগ্রহী হইলেও দিন যতই যাইতেছে লক্ষ্য করিতেছি যে আপনাদের কথার ধার ও ভার কমিয়া যাইতাছে, পুনঃপুনঃ চর্বিত চর্বনে কথার মাধুর্য এবং ভারসাম্য নষ্ট হইয়া যাইতেছে। ফলে এই বক্তৃতা সমূহ জনগনের কাছে বিরক্তিকর ব্যাপারে পরিনত হইতেছে।

তবে জনগনের এই বিরক্তি আপনাদের দেখিবার অবকাশ আছে বলিয়া আমি মনে করি না। কারন প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি মোতাবেক সরকারের চেয়ারে বসিবার পর হইতে রাজনৈতিক নেতাদের দর্শনেন্দ্রিয় ও শ্রবনেন্দ্রিয়ের ব্যাপক অবনতি ঘটিয়া থাকে। আপনাদেরও তাই ঘটিবার আশংকা দেখা দিয়াছে। ফলে আপনারা শীঘ্রই জনগনের ভাষা বুঝিবার-শুনিবার-দেখিবার ক্ষমতা হারাইয়া ফেলিবেন। অসাধারন হইয়া বিচ্ছিন্ন হইয়া পড়িবেন সাধারন মানুষের স্পর্শ হইতে। তাই চুড়ান্ত অবনতি ঘটিবার পূর্বেই সতর্ক হইয়া যাইতে হইবে। চাটুকারের কচুরিপানায় ঢাকা পড়িবার আগেই আশপাশের জঙ্গল পরিষ্কার করিয়া ফেলুন। তাহলে দৃষ্টিসীমা প্রসারিত হইবে।

আপনারা অসীম ক্ষমতাবান নন এবং আপনাদের পূর্ববর্তীগনও কেহ অসীম ক্ষমতাবান ছিলেন না। তাহা আমরা যেমন জানি আপনারাও তেমনি জানেন। নির্বাচনপূর্ব সবগুলি প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করিতে পারিবেন তেমন মনে করার কোন কারন নাই। কিন্তু আপনারা যদি সাধ্যমতো চেষ্টা না করিয়া জনগনকে বোকা বানাইবার চেষ্টায় থাকেন তাহা হইলে আখেরে কঠিন মূল্য পরিশোধে বাধ্য থাকিবেন। নির্বাচনপূর্ব মিথ্যা আশ্বাসে জনগন যতটা না ক্ষতিগ্রস্থ হইয়াছে তাহার চাইতে অনেক বেশী হইবে নির্বাচন পরবর্তী সামান্য মিথ্যায়ও। তাই মিথ্যা বলা এবং সত্য অস্বীকার করিবার অভ্যাস গ্রহন করিবেন না। যে কোন ব্যর্থতা বিনয়ের সহিত স্বীকার করিবার রাস্তা খোলা রাখুন। জনগন বিনয়ী শাসক পছন্দ করে।


আপনাদের চেহারা মিডিয়াতে কম দেখাইবার ব্যবস্থা করুন। একই কথা প্রতিদিন বলার অভ্যাস ত্যাগ করুন। হটকারী বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন। মিডিয়া সেল থেকে পত্রিকায় প্রকাশিত সমালোচনাগুলো সংগ্রহ করে নিয়মিত পাঠ করুন। হজম শক্তি বাড়ানোর চেষ্টা করুন (সমালোচনার ক্ষেত্রে)। চাটুকারদের দুরে সরাইয়া রাখুন। আপনারা বলিবেন কম, শুনিবেন বেশী, করিবেন সাধ্যমত। ইহাতেই আপনাদের মঙ্গল রচিত হইবে।


আপনাদের সুস্বাস্থ্য এবং সুশাসন কামনায়,

জনগনের একজন

No comments: