Monday, December 1, 2008

VIVACE বাংলাদেশে বিপ্লব ঘটাতে পারে

এটি একটি স্বপ্নও হতে পারে, আবার বৈপ্লবিক পরিবর্তনের সুত্রপাতও হতে পারে। ভাইবেক (VIVACE- Vortex Induced Vibrations Aquatic Clean Energy) নামের সদ্য আবিষ্কৃত এক প্রযুক্তি পুরো বিশ্বে বিদ্যুত আর জ্বালানী শক্তির হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। বন্যাপ্রবন নদীমাতৃক বাংলাদেশের জন্য এ হতে পারে বিশাল আশীর্বাদ। সাধামাটা বহমান নদী যোগাবে বিদ্যুত। জোয়ার ভাটার গতিকে বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করে গ্রাম গন্জের ঘরে ঘরে পৌছে দেয়া সম্ভব হবে। এছাড়াও বিদ্যুত ঘাটতিতে জর্জরিত বাংলাদেশ হয়ে উঠতে পারে বিদ্যুত উদ্ধৃত্ত দেশ এমনকি পরিনত হতে পারে বিদ্যুত রপ্তানীকারক দেশে। খুব বেশী দুরের স্বপ্ন কী?


পরিবেশবান্ধব এই যুগান্তকারী প্রযুক্তির উদ্ভাবক যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ন্যাভাল আর্কিটেকচার ও ম্যারিন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর Dr. Michael M. Bernitsas। নদী বা সমুদ্রের বহমান স্বল্পগতির জলরাশির গতিকে কাজে লাগিয়ে ঘুর্নায়মান টারবাইনের সাহায্যে বিদ্যুত উৎপাদন সম্ভব। মিশিগান ইউনিভার্সিটির ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা সফল হবার পর বর্তমানে ডেট্রয়েট নদীতে একটা প্রোটোটাইপ পরীক্ষার প্রস্তুতি চলছে


নীচে এই প্রযুক্তির সরল চিত্র দেয়া হয়েছে। চিত্রে স্রোতের সাথে টারবাইনের ঘুর্নন গতির সম্পর্ক দেখানো হয়েছে



বিস্তারিত সংজ্ঞা পড়ুন এখানে

A novel approach to extract energy from flowing water currents. It is unlike any other ocean energy or low-head hydropower concept. VIVACE is based on the extensively studied phenomenon of Vortex Induced Vibrations (VIV), which was first observed 500 years ago by Leonardo DaVinci in the form of “Aeolian Tones.” For decades, engineers have been trying to prevent VIV from damaging offshore equipment and structures. By maximizing and exploiting VIV rather than spoiling and preventing it, VIVACE takes this ‘problem’ and transforms it into a valuable resource for mankind.

Vortex Induced Vibrations (VIV) result from vortices forming and shedding on the downstream side of a bluff body in a current. Vortex shedding alternates from one side to the other, thereby creating a vibration or oscillation. The VIV phenomenon is non-linear, which means it can produce useful energy at high efficiency over a wide range of current speeds.

VIVACE devices have many potential advantages, which improve installation survivability in the hostile underwater environment and enable low-cost power production by decreasing capital cost and minimizing maintenance.

High energy density - permits low cost energy to be produced from relatively small installations - requiring up to 50 times less ocean acreage than wave power concepts.
Simple and rugged moving parts - allows for robust designs that can operate for long periods in the underwater environment with minimal maintenance.
Low dependence on ocean/river conditions - application of non-linear resonance permits useful energy to be extracted over a wide range of current speeds.
VIVACE and other renewable energy technologies also face regulatory hurdles. Again, VIVACE is advantaged by salient benefits over other technologies.

Non-obtrusiveness - installations can be positioned beneath the surface, thereby avoiding interference with other uses, such as fishing, shipping and tourism.
Compatibility with marine life - VIVACE utilizes vortex formation and shedding, which is the same mechanism fish use to propel themselves through the water.
Prototype, funded by the U.S. Department of Energy and the Office Naval Research, is currently operating in the Marine Hydrodynamics Laboratory at the University of Michigan. This device has met and often exceeded expectations; thereby, providing strong evidence to proceed to the next scale, a multi-kilowatt field demonstration.



প্রযুক্তির মূল ধারনা পাবেন উপরের চিত্র থেকে



প্রচলিত জালানীর সাথে তুলনামূলক চিত্র দেয়া হয়েছে এই চিত্রে


বাংলাদেশের ভাগ্য বদলের সম্ভাব্য এই প্রযুক্তি আমার নজর কেড়েছিল বলে ব্যক্তিগত আগ্রহে যোগাযোগ করেছিলাম প্রযুক্তির আবিষ্কারক Dr. Michael M. Bernitsas সাথে। বাংলাদেশে প্রয়োগের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আমার কিছু প্রশ্ন নিয়ে আমি ওনাকে একটা মেইল পাঠিয়েছিলাম গত ২৫শে নবেম্বর। উনি আমাকে নিন্মোক্ত জবাব দিয়েছেন-


Dear Mr Rashid:

The VIVACE generator is scalable and can work in rivers. The amount
of electricity depends on the available space and speed. We have
several models and we are building a prototype with the US Navy which
we expect to be tested by the end of 2009.

MMB

Michael M. Bernitsas, PhD
Professor of Naval Architecture and Marine Engineering
Professor of Mechanical Engineering
Director, Marine Renewable Energy Laboratory
University of Michigan
Fellow ASME, Fellow SNAME
http://www.engin.umich.edu/dept/name/faculty_staff/bernitsas/

CTO Vortex Hydro Energy
http://www.vortexhydroenergy.com/

W: (734) 764-9317
C: (734) 223-4223

======================================


আমি ২০০৯ সালের মধ্যে প্রোটোটাইপ পরীক্ষা শেষ হবার জন্য অপেক্ষায় আছি। তারপর বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো বিদ্যুত শক্তির বিকল্প সুত্র এই 'ভাইবেক' প্রযুক্তিকে গুরুত্বের সাথে বিবেচনায় আনার জন্য।


[সকল চিত্র এবং তথ্যসুত্রের কপিরাইট http://www.vortexhydroenergy.com]

No comments: