নাগরিক হিসেবে আমি বরাবরই বিশ্বাস করি যে কোনো সরকার সাধারণ মানুষের জন্য অন্তত দুটো দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাপ্লাই চেইন ঠিক রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। বাকী কাজ নাগরিকরাই করে দেবে। আপনারা শুধু ভোটের সময় কৃতিত্বটা নিয়ে নেবেন। বিশ্বাস করেন, আপনি কোন মতবাদের সরকার, আপনি কোন পদ্ধতির রাষ্ট্র পরিচালনা করেন বেশিরভাগ মানুষের সেটা নিয়ে মাথাব্যথা নেই, এমনকি আপনি চোর বাটপার দুর্নীতিবাজ হলেও মানুষ সহ্য করে নেয়। কিন্তু আপনি যদি এই দুটি বিষয় নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি অথর্ব, অযোগ্য, অবাঞ্ছিত।
চারপাশে এখন যা ঘটছে, পুরো সরকার কাঠামোই অকার্যকর বলে প্রমাণিত হচ্ছে। আপনারা কিভাবে কী করবেন সেটা আমরা জানি না। কিন্তু মানুষ এই নিয়ন্ত্রণহীন অরাজক অস্থিরতা থেকে মুক্তি চায়। বাংলাদেশ এখন অরাজকতার স্বর্গরাজ্যে পরিণত হবার পথে।
Monday, February 24, 2025
Wednesday, February 19, 2025
অপারেশন মারকোলেট ১৯৪৬: একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রের জন্ম
১৭ আগষ্ট ১৯৪৬, দৈনিক যুগান্তর, কলকাতা
এই সন্ত্রাসবাদী ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল।
এই ঘটনার পেছনে কারা যুক্ত ছিল? এটা ইসরায়েলী সন্ত্রাসবাদী যুগের ঘটনা। তখনো ওই রাষ্ট্রের জন্ম হয়নি। এই ঘটনার জের ব্রিটিশদের বাধ্য করেছিল ইসরায়েলের স্বাধীনতা দিয়ে চলে যেতে।
হাইফার রেলওয়ে নেটওয়ার্কের সেই আক্রমণের বিবরণ:
On June 17, 1946, the Haifa Railway Workshops in Mandatory Palestine were attacked by the Hagana, the main Jewish paramilitary organization at the time. This attack was part of a larger coordinated sabotage operation called Operation Markolet (also known as the "Night of the Bridges"), which targeted British-controlled infrastructure.
Monday, February 10, 2025
চট্টগ্রাম বিদ্রোহের রাজনৈতিক বন্দীদের কারামুক্তি সংবাদ ১৬ আগষ্ট ১৯৪৬
১৬ আগষ্ট ১৯৪৬।
এই তারিখটা ভারতবর্ষের ইতিহাসে কলঙ্কিত একটা দিন। সে কারণে ১৫ আগষ্ট ১৯৪৭ তারিখের একটা চমৎকার ঘটনা চোখের আড়ালে চলে গিয়েছিল। ষোল তারিখ যখন পত্রিকায় সংবাদটা প্রকাশিত হয়েছিল তখন খবরটা পড়ার আগেই কলকাতা রাজপথ গলিপথ হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হয়ে পড়েছিল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায়। তিনদিনের সেই দাঙ্গায় নিহত হয়েছিল অন্তত তিন হাজার মানুষ।
যুগান্তরে প্রকাশিত সেদিনের সংবাদে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিদ্রোহের ৩০ জন রাজবন্দীকে মুক্ত করে দিয়েছেন যুক্তবঙ্গের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। যাদের মধ্যে অন্যতম ছিলেন গনেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী।
Thursday, February 6, 2025
বাংলা দেশের পতাকার দাম
বাংলাদেশ নামের কোনো দেশ তখনো পৃথিবীতে জন্ম নেয়নি। তার আগেই সেই দেশের পতাকার দাম উঠেছিল ৫ টাকা থেকে ৫০ টাকা। এই যুগের হিসেবে অন্তত পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা।
সূত্র: দৈনিক আজাদ ২৪ মার্চ ১৯৭১
বুলডোজার সংস্কৃতি
গত রাতে ধানমণ্ডী ৩২ নম্বর বাড়িসহ সারা দেশে আওয়ামীলীগের আরো অনেক বড় বড় নেতার বাড়ি বুলডোজার গুড়িয়ে দিয়ে একটা নতুন অপসংস্কৃতির জন্ম হলো। ভবিষ্যতে এই অপসংস্কৃতির ব্যাপক ব্যাবহার হবে। এখন যারা লুকিয়ে আছে তারা প্রকাশ্যে আসবে একদিন। শক্তিমানও হবে। তখন বিরোধীপক্ষের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। বুলডোজার সংস্কৃতি ভারতে মোদী সরকারের হাতে ছিল এতদিন। এখন বাংলাদেশে প্রবেশ করলো।
Sunday, February 2, 2025
ফ্যাসিস্ট
ফ্যাসিবাদ কোনো বিশেষ দল বা গোত্রের সম্পদ, চরিত্রের অংশ নয়। ফ্যাসিবাদ হলো যে কোনো ক্ষমতাবানের দুশ্চরিত্র হয়ে ওঠার পর্বের নাম। যে পর্বে সে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গণশত্রুতে রূপান্তরিত হয়। খুব জনপ্রিয় দল বা গোষ্ঠিও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। দেশে দেশে প্রায় সব ফ্যাসিবাদী শক্তিই একসময় জনপ্রিয় ছিল। জনপ্রিয়তা থেকে ক্ষমতার চক্রে প্রবেশ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ফ্যাসিবাদী হয়ে ওঠা অনিবার্য ব্যাপার।
Subscribe to:
Posts (Atom)