Sunday, April 30, 2023

যেমন রাজা, তেমন প্রজা

 আদিকাল থেকেই উপমহাদেশের সকল রাজা বাদশাহের চরিত্র আর হাড্ডিলোভী কুকুরের চরিত্রের মধ্যে তেমন পার্থক্য নেই। কুকুর একটু এগিয়ে থাকবে নৈতিকতায়। সে একটা হাড্ডি পেলে সন্তুষ্ট থাকে কিংবা একটা হাড্ডি চিবানোর সময় আরেকটা হাড্ডির দিকে হাত বাড়ায় না। কিন্তু এই উপমহাদেশের সব রাজা বাদশাহ রাজপুত্র একের পর এক খুনোখুনি করে গেছে সিংহাসন দখল নিয়ে। কে কখন কাকে মেরে সিংহাসন দখল করবে সেটাই ছিল একমাত্র আদর্শ। তাদের জীবনে আর কোন লক্ষ্য নেই। তাদের দুর্ভাগ্য যে এত ক্ষমতা থেকেও তাদের কারো আয়ু একশো বছরও ছিল না। কেউ কেউ চল্লিশ পঞ্চাশেই ঠেসে গেছে। সেই হতভাগা লোভী স্বার্থপর ঘৃণিত চরিত্রের রাজাবাদশাগুলোর কাইজ্জা বিবাদ নিয়ে পৃথিবীতে হাজার হাজার বই লেখা হয়েছে, হচ্ছে হবে। কোটি কোটি ছাত্রছাত্রী সেগুলো মুখস্ত করে পরীক্ষার খাতা ভরিয়েছে। এইসব কুৎসিত কর্মযজ্ঞের ভদ্র একটা নাম আছে, সেটা হলো ইতিহাস। অবশ্য পৃথিবী জুড়ে সব রাজরাজড়াদের ইতিহাস হলো রক্তারক্তির ইতিহাস। আধুনিক পৃথিবীতে ইউরোপেই সবার আগে বুঝতে পেরেছে অতীতের সেই নোংরামিগুলো নিতান্তই অসভ্যতা ছিল। তারা কয়েক দশক ধরে সভ্যতার পথে ফিরে এসেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ আরো কিছু দেশও বুঝতে পেরেছে অতীতের কাইজ্জাগুলো লজ্জাজনক ছিল। কিন্তু আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া এখনো সেই্ উপলব্ধিতে আসেনি। আফ্রিকার মধ্যে এখনো আদিম বর্বরতা বিদ্যমান। দক্ষিণ এশিয়া সভ্যতার পথে্ এগিয়ে থাকার সুযোগ থাকলেও তাদের আদিপুরুষের ঐতিহ্য ধারণ করে এখনো কাইজ্জাপর্ব চালিয়ে যাচ্ছে। অসভ্য দেশগুলোর মধ্যে আমরা নিজেরাও অন্তর্ভুক্ত। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যেমন নৈতিকতা নেই, তেমন দেশ পরিচালকদের মধ্যেও নেই। দুই পক্ষই এই কুৎসিত কদাচারকে ঐতিহ্য বলে পালন করে যাচ্ছে। অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে প্রায় প্রতিটি মানুষই অসৎ, ভণ্ড, মিথ্যুক, বিশৃংখল, অনিষ্টকারী। মুখোশ পরা কিছু ভালোমানুষ আছে, ভাল ভাল কথা বলে , কিন্তু ভেতরে চরম ইতরামি লুকিয়ে আছে। একই মানুষের তিনরকম চেহারা হতে পারে। দশ রকমও হতে পারে। যার যতগুলো চেহারা সমাজে সে ততটা গণ্যমান্য উপযুক্ত বিবেচিত। এদেশের রাজা যেমন হাড্ডিলোভী কুকুর, জনতাও হাড্ডিলোভী। কেউ কারো চেয়ে কম না। এই দেশ কেন উন্নতি হয় না, সেজন্য কাউকে দায়ী করে লাভ নেই। বিদেশীরা আমাদের শোষণ করে শূন্য করে দিয়ে গেছে বলে বহুকাল গান গেয়েছে। সেই গান এখনো চলছে। নিজেদের অযোগ্যতা অক্ষমতা ভণ্ডামি আড়াল করার জন্য এইসব গান গাইতে হয়। এটাই দেশপ্রেম বলে বিবেচিত।

No comments: