চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। পৃথিবী ঘুরছে সূর্যকে ঘিরে। সূর্য ঘুরছে ছায়াপথের কক্ষপথে। ছায়াপথ ঘুরছে আরো বহুকোটি নীহারিকার সাথে। আমরাও কী ঘুরছি কাউকে প্রদক্ষিণ করে? আমি জানি না। কিন্তু এটা দেখতে পাচ্ছি সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে তোমাকে আমার কাছে নিয়ে আসছে অথবা আমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছে।
কালচক্রে প্রতিদিন তুমি কক্ষপথের অদৃশ্য ছায়া মাড়িয়ে আমার সন্নিকট হয়ে যাচ্ছো তোমারই অজান্তে। আর তোমার নৈকট্য আমাকে ভাসিয়ে নিচ্ছে চোরা স্রোতের জোয়ারে। আমি ভেসে যাচ্ছি উচ্ছ্বাসের প্লাবনে। ডুবতে ডুবতে আমি ভেসে উঠছি, আবার ভাসতে ভাসতে ডুবে যাচ্ছি। তোমার স্রোতে ডুবতেও আনন্দ, ভাসতেও আনন্দ।
অথচ এই আনন্দ উদযাপনে আমি নিতান্তই নিঃসঙ্গ। যেন আমি তোমাকে আমি দেখিনি কখনো, তুমিও আমাকে দেখোনি। দেখা না দেখার সেই আলো ছায়ার আড়ালে আমি ঘোর পাওয়া মানুষের মতো ভেসে যেতে থাকি। আমার এই ভাসানবিলে তুমি কখনো সাঁতার কাটবে না জেনে আমি দাঁড় তুলে আপন নৌকায় বসে কোজাগরী পূর্নিমায় মেঘ বিষাদে নিজেকে আড়াল করে রাখি।
আর তখন সেই নিস্তব্ধ রাতে হেমন্তের কুয়াশা ভেদ করে বুকের ভেতর কিশোর কুমার আপন মনে গাইতে থাকে https://www.youtube.com/watch?v=kUAP0hIqzZ4
কালচক্রে প্রতিদিন তুমি কক্ষপথের অদৃশ্য ছায়া মাড়িয়ে আমার সন্নিকট হয়ে যাচ্ছো তোমারই অজান্তে। আর তোমার নৈকট্য আমাকে ভাসিয়ে নিচ্ছে চোরা স্রোতের জোয়ারে। আমি ভেসে যাচ্ছি উচ্ছ্বাসের প্লাবনে। ডুবতে ডুবতে আমি ভেসে উঠছি, আবার ভাসতে ভাসতে ডুবে যাচ্ছি। তোমার স্রোতে ডুবতেও আনন্দ, ভাসতেও আনন্দ।
অথচ এই আনন্দ উদযাপনে আমি নিতান্তই নিঃসঙ্গ। যেন আমি তোমাকে আমি দেখিনি কখনো, তুমিও আমাকে দেখোনি। দেখা না দেখার সেই আলো ছায়ার আড়ালে আমি ঘোর পাওয়া মানুষের মতো ভেসে যেতে থাকি। আমার এই ভাসানবিলে তুমি কখনো সাঁতার কাটবে না জেনে আমি দাঁড় তুলে আপন নৌকায় বসে কোজাগরী পূর্নিমায় মেঘ বিষাদে নিজেকে আড়াল করে রাখি।
আর তখন সেই নিস্তব্ধ রাতে হেমন্তের কুয়াশা ভেদ করে বুকের ভেতর কিশোর কুমার আপন মনে গাইতে থাকে https://www.youtube.com/watch?v=kUAP0hIqzZ4
No comments:
Post a Comment