Saturday, September 24, 2011

অনুশীলন

খুব ভালোবেসো
অসময়েই হোক
যদি আসে
সেরকম সময়
ছেড়ে দিও আটকে রাখা বাতাস
তবু ভালোবেসো।

তারপর-
অনুশীলন কোরো
ভালো না বেসে থাকার
কারণ ততদিনে সে চলে গেছে
তোমার হাত ছেড়ে দিয়ে

অনুশীলন কোরো
কষ্ট হজমের
নষ্ট সময়ে
মানুষের বিরাট অপচয়
ঠেকাতে পারে না
অসময়ের প্রেমও।

Sunday, September 18, 2011

নদী

আমার একটা নদী ছিল। একা আমার। নদীটা আমাকে ছেড়ে সমুদ্রেও যেতে চাইতো না। আমি নদীকে নিয়ে মুগ্ধ নদী আমাকে নিয়ে। আমাদের মুগ্ধতা ছিল বাড়াবাড়ি। নদী কখনো থেমে থাকতে পারে না। চলতে চলতেই নদীর জীবন। থেমে গেলে নদী হয় ডোবা। ডোবাতে নদীর গন্ধ নেই। একদিন নদীটা ডোবা হয়ে গেল। বর্ষাবিহীন নদীতে জলের সংকট। বালিয়াড়িতে গা এলিয়ে শুয়ে শুয়ে দগ্ধ হতে থাকে নদীটা। আমি জানি নদীটা বিপদে পড়েছে। আমাকে ভালোবেসেই তাকে শুকিয়ে মরতে হচ্ছে। তার গন্তব্য দক্ষিনের ওই সমুদ্র। কিন্তু আমাকে দেখে থমকে দাড়ালো আর এগোতে পারলো না। সমুদ্রের কাছে পৌছানোর আগেই শুকিয়ে গেল নদী। নদীটা মরে যেতে থাকলে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু নদীতে জেগে ওঠা চর আমাকে আশ্বাস দেয় একটা ভবিষ্যতের। এখানে মানুষের আবাদ হবে, শস্য ফলবে, মানুষেরা গড়ে তুলবে একটা জীবন্ত জনপদ। একসময় নদীটার কথা সবাই ভুলে যাবে। কিন্তু কোন কোন আশ্বিনের পূর্নিমায় ভরা জোয়ারে নদীটা জেগে উঠে মানুষের বসতির উপর তান্ডব চালাবে। তখন সবাই নদীটাকে শাপশাপান্ত করবে। কিন্তু আমি নদীটার সেই জেগে ওঠাকে ভালোবাসবো। এই নদীতে আমার অনেক স্মৃতি। নদী নদী নদী। নদী তুমি জেগে থাকো। তোমার বুকে সাঁতার দেবো আমি।

Monday, September 12, 2011

ন কবিতা

আমি এক অন্য জীবন যাপন করতে চেয়েছিলাম।
আমি এক চেনা সুদূরকে নিকটে চেয়েছিলাম।
আমি এক ভিন্ন নীহারিকায় নোঙর ফেলেছিলাম।
আমি এক ধুলিঝড়ে গোধুলির আলোকে হারিয়েছিলাম।

আমার কোথাও যাবার কথা ছিল, আমি যাইনি।
আমি এখন অন্য কোথাও যাবো, যেখানে আমি যেতে চাইনি।