Tuesday, April 8, 2025

অনলাইন উৎপাত

শুরুর কথা বাদ দিলে গত বিশ বছরের ইন্টারনেট জগতে প্রযুক্তির সাথে আনন্দে সময় কেটেছে আমার। ইয়াহু, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ইউটিউবের জন্ম থেকেই বিবর্তনগুলো দেখে আসছি। ইয়াহু মাইক্রোসফট উপদ্রপে পরিণত হওয়াতে বাদ দিয়েছিলাম আরো এক যুগ আগে। ফেসবুক ইউটিউব প্রথম এক দশক বেশ ভালো ছিল। কোনো উৎপাত ছাড়া ব্যবহার করেছি। গত কয়েক বছর ধরে এই দুটো রীতিমত উৎপাত শুরু করেছে। পুরো ফিড জুড়ে অবাঞ্ছিত রিলস,শর্টসে ভরপুর। আমি দেখতে না চাইলেও দেখতে বাধ্য করবে। এই অপশনগুলো বাদ দেবারও কোনো সুযোগ রাখেনি। একটা সময় ছিল আমার পেজে শুধু আমার বন্ধু তালিকার লোকদের পোস্ট আসবে। এখন দুনিয়ার উটকো লোকের পোস্ট আমার সামনে এসে হাজির করে ফেসবুক। জোর করে বলে এটা দেখো ওটা দেখো। আমার বন্ধুতালিকার লোকজনের পোস্টের চেয়ে অনাহুত বহিরাগত পোস্টের সংখ্যাই বেশি। তার সাথে যুক্ত হয়েছে নানান বিজ্ঞাপন উৎপাত। আমার মনে হয় এদেরও বাতিলের খাতায় ফেলে দেবার সময় এসে গেছে।