চট্টগ্রামে মোগল স্থাপত্য খুব বেশি নেই কেন? প্রশ্নটা প্রায়ই মাথায় আসে। সাথে সাথে উত্তরটাও ভাবি। চট্টগ্রামে মোগল শাসন মাত্র ৯৫ বছরের। বৃটিশদের হাতে আসার আগে চট্টগ্রাম অঞ্চল কারো হাতেই বেশিদিন ছিল না। মোগল শাসনের আগে আরাকানী শাসনে ছিল ৮০ বছর। তার আগের কয়েকশো বছর বাংলা- আরাকান- ত্রিপুরার মধ্যে কাড়াকাড়িতে কেটেছে। শান্তিতে কেউ শাসন করতে পারেনি চট্টগ্রাম। একটা যুদ্ধ বিবাদের বাফার জোন হিসেবে চট্টগ্রামের অস্তিত্ব কোনমতে টিকে ছিল। হরিকেল রাজত্বেও সেই বিবাদ জারি ছিল। ১৬৬৬ সালে মোগল অধিকারে যাবার পর থেকে চট্টগ্রাম স্থিতিশীল অবস্থায় পৌঁছেছিল। মোগল শাসন কখন বৃটিশ শাসনে রূপান্তরিত হচ্ছিল তখন চট্টগ্রামবাসী টেরই পায়নি। কোন যুদ্ধবিগ্রহ ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বৃটিশ শাসনে প্রবেশ করেছিল ১৭৬১ সালের জানুয়ারী মাসে।
কিন্তু মজার ব্যাপার হলো, চট্টগ্রাম বৃটিশ অধিকারে যাবার অনেক আগ থেকেই বৃটিশদের নজর ছিল এদিকে। ১৬৮৬-৮৮ সালে চট্টগ্রাম দখল করতে ব্যর্থ হলেও পরবর্তীকালে কোন একটা সুদূর পরিকল্পনার অংশ হিসেবে বৃটিশরা চট্টগ্রামের উপকূল জরিপ করতে শুরু করেছিল মোগল শাসনামলেই।
১৭৩০ দশকের পর থেকে মোগল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার ব্যাপারটা বৃটিশরা খুব ভাল করে বুঝতে পেরেছিল। মুর্শিদকুলী খানের আমল থেকে দিল্লীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বাংলা। নাদের শাহের দিল্লী আক্রমণ কিংবা মারাঠা আক্রমণের পর থেকে মোগল সাম্রাজ্য তছনছ হয়ে পড়ে। চট্টগ্রাম তো মোগল শাসন কেন্দ্র থেকে অনেক দূরে। চট্টগ্রামের ওপর বাংলার নিয়ন্ত্রণ থাকলেও সেটাও অনেকটা শিথিল।
সেই অবস্থাতে ইংরেজ জাহাজগুলো চট্টগ্রাম অঞ্চল জরিপ করতে শুরু করে। প্রথম দুটো প্রমাণ পাওয়া যায় ১৭৩৯-৪০ সালে তৈরি করা জেরেমিয়াহ আর র্যানসনের মানচিত্র থেকে। স্পেনের জাতীয় আর্কাইভ থেকে সম্প্রতি সেই মানচিত্র দুটো হাতে এসেছে।
আরো বিশ বছর পর যখন বৃটিশরা বাংলা দখল করে তখন সেই মানচিত্রগুলো সাথে নিয়ে চট্টগ্রামে এসেছিলেন হ্যারি ভেরেলস্ট। এটা নিশ্চিত যতগুলো মানচিত্র তৈরি হয়েছিল তার অল্প কয়েকটি মাত্র টিকে আছে পৃথিবীর নানান জাদুঘরে। এখনো সবগুলো মানচিত্র আবিষ্কার করা হয়নি। এ পর্যন্ত সবচেয়ে পুরোনো মানচিত্রটি ১৭৩৯ সালে আঁকা।
No comments:
Post a Comment