Thursday, June 22, 2023

০০- দক্ষিণের বারান্দা, একটি বিকেল, পুরোনো দিনের ফিরে আসা গান

I've seen you, beauty, and you belong to me now, whoever you are waiting for and if I never see you again, I thought. You belong to me and all Paris belongs to me and I belong to this notebook and this pencil. (Ernest Hemingway, A Moveable Feast)

১.
অদ্ভুত সুন্দর বিকেলটা ভরিয়ে দিতে গানটা বেজে উঠলো রেকর্ড প্লেয়ারে। ঠিক এই মুহূর্তে যেন গানটার জন্য অপেক্ষা করছিলাম। চোখ বন্ধ করে গানটা একবার দুবার তিনবার শোনা হলো। মহাকাল যেন এর মাঝে তিনবার প্রদক্ষিণ করে এলো। হাওয়ার মেঘ এসে বিকেলটা ভাসিয়ে নিয়ে গেল। এই বিকেলের সাথে অন্য কোন বিকেলের তুলনা হয় না। বর্ষার হাওয়া মাতিয়ে রেখেছিল দক্ষিণের বারান্দা। তখনি গানের প্রজাপতিটা উড়তে উড়তে ভেসে এলো দূরালাপনীর নৈকট্য নিয়ে। অতঃপর অবশিষ্ট একটি বিকেল সুন্দর বিস্ময় জাগিয়ে চলে গেল আলগোছে। 


* * *
.....................
....................
....
...............................
...................
.......................
.................
.......................

অন্য বাগানের রঙধনু




অক্ষাংশ: ১৩.৫১সেকেন্ড, দ্রাঘিমাংশ ১৬-৩৭মিনিট
(২২ জুন ২০২৩)


২.

সাজানো বাগান আমার কখনোই ভালো লাগে না। আমি বরাবরই আগাছা প্রেমিক। অযত্নে বেড়ে ওঠা যেসব গাছ লতাপাতা এখানে সেখানে গুচ্ছ গুচ্ছ সবুজ আলো ছড়ায়, আমি সবসময় সেই আগাছাগুলো খুঁজে বেড়াই। এইসব ছোট ছোট ঘাসপাতার মধ্যে যে শৈল্পিক সৌন্দর্য আছে, সাজানো বাগান তার ধারে কাছেও নয়। চট্টগ্রাম শহর আদিকাল থেকে সেই বুনো জঙ্গলের আখড়া ছিল। এত বিপুল উদ্ভিদ বৈচিত্র্য পৃথিবীর কম শহরেই আছে। আমি যে কটি ভিনদেশি শহরে গিয়েছি তারা আধুনিকতায় আমাদের চেয়ে এগিয়ে থাকলেও উদ্ভিদ বৈচিত্র্যে আমাদের ধারে কাছেও নেই। এত বিচিত্র ঘাসলতার জঙ্গল পৃথিবীর খুব বেশি অঞ্চলে নেই। চট্টগ্রামের সেই আদিম বৈচিত্রময় প্রকৃতি মানুষের সভ্যতার হাতে ধ্বংস হতে হতে ক্রমশ বিলুপ্তির পথে। শহরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব যে কর্পোরেশন, তারাও এর মুল্য বোঝেনি কোনদিন। শহরের আদিম জঙ্গল কেটেছেটে ভিনদেশি একঘেয়ে ফুল পাতায় সজ্জিত করে সড়কদ্বীপ বাগান পার্ক। আদিম বন বনানীকে ধ্বংস করে কৃত্রিম বাগানের ওপর পাথরের প্লেটে শ্লোগান লেখা হয় - সবুজে সাজবে নগরী। সেইসব আরোপিত সৌন্দর্যের চেয়ে আমার কাছে একটি ঘাসফুল অনেক বেশি প্রিয়।

৩.

অক্ষাংশ: ১৪.৪২ সেকেন্ড, দ্রাঘিমাংশ ৮: ৩২ -১০:১৪ মিনিট
(২০ মার্চ ২০২৪)

বিকেল থেকে রোদ নরম হয়ে আসছিল। সন্ধ্যার আহবানে রাতের শীতল হাওয়া বসন্তকে রাঙিয়ে তুলেছিল। সফল রাত্রির মুখরতা।

No comments: