সব এলোমেলো হয়ে যাবার আগে যেন আসে একটুখানি অবসর। সামান্য হাওয়া ভাবনা প্রান্তরে। প্রায়শ্চিত্বের কঠোরতায় বিলীন হতে না হয় সবটুকু সবুজকে। নিকষ অন্ধকার নেমে আসার আগে যেমন খানিক গোধূলির আলো জেগে থাকে, ততটুকুই যথেষ্ট। স্মৃতিবিস্মৃতির মর্মজটিলতায় হ্যাং হয়ে যাবার চেয়ে সুচিন্তিত শাট ডাউন.......।