জীবনটা একটা রেস খেলা৷ সমাপনী রাউণ্ডে এসে খুব সক্ষম দৌড়বিদও অসহায় অক্ষমতার কাছে আত্মসমর্পন করে৷
এই সত্যটা সবার জানা কিন্তু সময়ের আগে তা উপলব্ধি করি না৷ করলেও পালন করি না৷ তখন যা করা দরকার তা করি না৷
দীর্ঘায়ু প্রায়শ একটি অভিশাপ৷ নির্ভরশীলতা যেখানে আপন মানুষেরও পর করে দেয় সেখানে পরনির্ভরশীলতার উল্লেখ বাহুল্য মাত্র৷