ভরদুপুরে মেঘ জমতে জমতে হঠাৎ অন্ধকার হয়ে গেল আকাশ। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে নামলো কুকুর-বিড়াল বৃষ্টি। চারজন আটকা পড়লাম রাঙ্গামাটির পাহাড়ে। সম্মুখে দিগন্ত বিস্তৃত কাপ্তাই হ্রদের প্রায় উপচে পড়া জল। সেই জলের উপর অঝোর বর্ষণ মেঘলা দুপুরের ষোলকলা পূর্ণ করে দিল।
.
কিন্তু খুব বেশীক্ষণ না, ঝটিকা বৃষ্টি এক ঘন্টায় ইনিংস তার সমাপ্ত করে আবারো ঝলমলে রোদের হাতে ছেড়ে দিয়ে গেল বিকেলটিকে। ঠিক তখনই চোখের সামনে জলের অতল থেকে আশ্চর্য এক সুন্দরের আগমন ঘটলো সমস্ত আকাশ জুড়ে।
.
এমন রংধনু-বিকেল আগে কখনো দেখেছি কিনা মনে নেই, কিন্তু চোখের সামনে জলের স্পর্শ নিয়ে রংধনু সৃষ্টি হতে দেখা এই প্রথম!
.
কিন্তু খুব বেশীক্ষণ না, ঝটিকা বৃষ্টি এক ঘন্টায় ইনিংস তার সমাপ্ত করে আবারো ঝলমলে রোদের হাতে ছেড়ে দিয়ে গেল বিকেলটিকে। ঠিক তখনই চোখের সামনে জলের অতল থেকে আশ্চর্য এক সুন্দরের আগমন ঘটলো সমস্ত আকাশ জুড়ে।
.
এমন রংধনু-বিকেল আগে কখনো দেখেছি কিনা মনে নেই, কিন্তু চোখের সামনে জলের স্পর্শ নিয়ে রংধনু সৃষ্টি হতে দেখা এই প্রথম!