Wednesday, August 17, 2022

দৃষ্টিবিভ্রম

দৃশ্যত আমরা যা দেখছি তা হয়তো সত্যি নয়। সিনেমা আর বাস্তবের মাঝামাঝি একটা অবস্থানে আমরা বাস করছি। ওই যে সামনে যে লোকটাকে দেখছি, তার পোশাকের অন্তরালে, মুখোশের আড়ালে সে আসলে অন্য মানুষ। পোশাক আর মুখোশের কারণে আমরা তার কাছ থেকে যে ভূমিকা আশা করছিলাম সে ভূমিকা পাচ্ছি না বলে হতাশ হচ্ছি। আবার উল্টোটাও হতে পারে, পোশাক আর মুখোশ দুটোর ভূমিকা তার বাস্তব অবস্থানের বিপরীত। আমরা পর্দায় ভেসে ওঠো মুখ ও মুখোশের চিত্রটাই দেখি। পেছনের কারিগরকে দেখতে পাই না। কিন্তু তার অভিনয় দেখে আমরা যা বুঝতে পারছি সেটা আসলে কারিগরের ভাষা। ঐ চেয়ারে যে বসে আছে, সে আসলে অন্য কেউ। সে আমাকে যে কথাটা বলছে সেটা তার স্ক্রিপ্টের ভাষা। পর্দা নেমে গেলে সে অন্য ভাষায় কথা বলবে।


No comments: