Thursday, January 1, 2015

এখনো তুমি নদী, এখনো তুমি অবিকল নারী

"এইখানে এখনো, টলোমলো টলোমলো/ জলের নিটোল ফোঁটায় সব এলোমেলো এলোমেলো/ এখনো তুমি জল/ এখনো তুমি কলকল/ এখনো তুমি নদী, এখনো তুমি অবিকল নারী।"

কিছু স্মৃতি হারায় না, অনিচ্ছাতেও ঠাঁয় দাঁড়িয়ে থাকে। ভুলতে না পারাটা হৃদয়ের অবদান নয়, মস্তিষ্ক কোষের প্রাকৃতিক স্মৃতিধারণ ক্ষমতার নির্যাস, হৃদয় কেবল তার সুফল বহন করে।

কিছু সম্পর্ক পুরোনো হয় না, হাত ছেড়ে দিলেও কোথাও যায় না। এতে সম্পর্কের কোন কৃতিত্ব নেই, মানুষের সংবেদনশীলতাই সম্পর্কের সংজ্ঞা নির্বাচন করে দীর্ঘমেয়াদের স্থায়িত্ব বাড়ায়।

এখানেই মানুষের সাথে আর সমস্ত প্রাণীর একশো হাত পার্থক্য। একটা মানুষ অন্য একটা মানুষের ছায়া না দেখেও তাকে বাঁচাতে পারে কয়েক যুগ। আর কোন প্রাণী পারে? আমি জানি না। মানুষ সৃষ্টির সেরা জীব এটা কি কোন দুর্ঘটনা? নাকি প্রাকৃতিক যোগাযোগ? আমি ভেবে পাই না।

No comments: