Wednesday, July 17, 2024

অধিকারবোধ

মাঝে মাঝে বাকী পৃথিবীর দিকেও চোখ মেলে তাকানো দরকার। প্রচলিত শিক্ষার সিলেবাস ছাড়িয়ে একটু অন্যদিকে। ভিন্ন জাতিগোষ্ঠি, ভিন্ন সময়কাল, ভিন্ন সভ্যতার আলোয় দৃষ্টিভঙ্গি বদল হতে পারে। কুপমণ্ডুকতা থেকে বেরিয়ে আসার অন্যতম প্রধান উপায়। 

দেশপ্রেম বা জাতীয়তাবাদ ভালো জিনিস, কিন্তু সেটা যদি আগ্রাসী রূপ ধারণ করে কিংবা অন্য জাতিগোষ্ঠির অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন নতুন করে ভেবে দেখা উচিত। অতি জাতীয়তাবাদ ফ্যাসিস্টের নামান্তর।

এই গ্রহের ওপর প্রতিটা প্রাণীর সমান অধিকার আছে। মানুষ শক্তি বুদ্ধি দিয়ে এই গ্রহটিকে জয় করলেও একমাত্র মালিক হয়ে যায়নি। ভূমি জয় করা যায়, আলো আকাশ বাতাস জয় করা যায় না। অধিকারবোধ একটি ভ্রান্ত ধারণা।

No comments:

Post a Comment