পুলকের সুখ নয় সবকিছু আছে আরো গভীর জীবন বিপুল বিশাল
সমুদ্র ধার করে না ঢেউ ধার ধারে না সীমান্তের
আমি এবার নতুন জীবন চিনেছি পিপীলিকা শৃংখল পিষ্ট করার নষ্ট আনন্দ
নিরানন্দ বিতরণে সিদ্ধহস্ত বিকৃত মানুষ
সুখ নেই বলে অসুখের চাষবাস করে যায় উন্মাদ
No comments:
Post a Comment