Tuesday, October 29, 2013

২৯ অক্টোবর ২০১৩ : হরতাল পর্ব

আজ টানা হরতালের তৃতীয় দিন। আন্দোলন হরতাল নতুন কিছু না। সব দলের আন্দোলনের চরিত্র প্রায় এক। তবু এবার নতুন করে সহিংসতা আর হিংস্রতার মাত্রা যোগ করেছে জামাত-শিবির। গত এক বছর ধরে দেখছি। বাস, কার টেক্সি থেকে কাভার্ড ভ্যান আর ট্রেনেও আগুন দিচ্ছে। এমনকি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও। এদের কাছে এটা শত্রুদেশ। শুধু বস্তুতে আগুন না, জীবন্ত মানুষকেও আগুন। শুধু এই দেশ না, এদেশের মানুষও এদের শত্রু। অথচ এই বিভৎস রাজনীতির স্বঘোষিত মার্কেটিং এজেন্ট বিএনপির মতো বৃহৎ একটা দল। বিএনপির এখন নিজস্ব কোন রাজনৈতিক প্রোডাক্ট নেই। আশা করা যায় তারা আগামীতে জামাতের বিক্রয় কর্মী হিসেবে রাজনীতি থেকে অবসর নেবে।

জীবিকার বিকল্প সন্ধানে পথে নামতে হবে শীঘ্রই। আমি আর আমার বর্তমান জীবিকা কেউ কাউকে পছন্দ করছি না আর।

ঠেকতে ঠেকতেও জীবনের পনের আনা সাধ পূর্ন হয়ে গেছে। সব পাওয়া হয়ে গেছে বলবো না। মানুষের চাওয়ার কোন শেষ নেই। কিন্তু আমি চাওয়ার সীমানা দেয়ালকে কমিয়ে পাওয়ার কাছাকাছি নিয়ে এসেছি বলে না পাওয়ার আক্ষেপ নেই। নতুন করে কিছু চাই না আর। পুরোনো যা আছে তা বহাল থাকলেই হবে। একটা দুর্ভাবনা -পরবর্তী প্রজন্মের অনিশ্চিত ভবিষ্যতের জন্য। স্বার্থপর মানুষ ভবিষ্যত ভাবে না। বর্তমান নিয়েই থাকে।

গতকালও না, আজও না।








No comments:

Post a Comment